Skip to content

আবরিত আমি নিগৃহীত হৈ বারে বারে – অভিষেক ভট্টাচার্য্য

আবরিত আমি নিগৃহীত হৈ বারে বারে।
হাড় কাঁপানো শীতে নয়তো খাঁ খাঁ রোদ্দুরে।
আমার ছেড়া কাপড়ে ময়লা লেগে আছে।
আমার কাছে পেট ভরে খাওয়াই স্বপ্ন।
আবরিত আমি নিগৃহীত হৈ বারে বারে।
ডাকে না আমায় বহু দিন কেউ খেতে।
আমার চোখে চাঁদ যেন রুটি।
মাছ আমি খাইনি বহুদিন।
মাংসের হাড় চুসেছি কুকুরের সাথে।
ফেলে দেওয়া খাওয়ারেই বেঁচে আছি যে আমি।
আমার চোখে সবাই মিথ্যাবাদী।
দেয়নি আমায় কেউ যে কিছুই।
দরদ দেখেছি রাস্তা ঘাটে অনেক।
ভাষণ আমি শুনেছি পথে ঘাটে।
আমি যে বাবু কিছুই পাইনি।
চৌমাথায় আমি থাকি যে কোনোভাবে।
কথা বেশি ভালো লাগে না গো বাবু।
কথায় কথায় গালাগালি চলে আসে।
জারজ বলেই আমায় সবাই জানে।
বলতে পারো আমার কি দোষ আছে?
মা বাবা আমায় ফূর্তি করে ফেলে গেছে।
বেশ্যা আমার বোন হয়েছে গো বাবু।
পাঁচ বাচ্চার মা হয়ে বসে আছে।
আমার চোখে ভালোবাসা হলো স্বপ্ন।
পাইনা যেটা আমরা কোনদিনও।
আবরিত আমরা নিগৃহীত হৈ বারে বারে।
হাড় কাঁপানো শীতে নয়তো খাঁ খাঁ রোদ্দুরে।
রেশন আমরা পাইনা ও গো বাবু।
শরীর খারাপে নাই যে সেরম সুবিধা।
দিন এভাবে কেটে যায় গো বাবু।
আবরিত আমি নিগৃহীত হৈ বারে বারে।
হাড় কাঁপানো শীতে নয়তো খাঁ খাঁ রোদ্দুরে।

মন্তব্য করুন