আপাতত ঠিকানাহীন আমি,
শুধু আকাশটাকেই ছাদ করেছি।
মেঘে মেঘে ভাসি,
ভেসে ভেসে ভুলে ভুলে,
সর্বস্ব খুইয়ে আসি।
বাকরুদ্ধ আমার গোধুলী কাটে খ্যায়ালে।
এলোমেলো সব ভাবনার উৎস,
গ্রাফিতি আঁকে দেয়ালে,
তোমার এমন শহরে-
কফি উষ্ণ ধোয়া ছেড়ে,
শান্ত হয়ে যায় ক্যারামেল রঙে।
এখানে কাগজের কাপ ভেজেনা,
যতটা ভেজে ক্যাফে, কোলাহল-
আর পরবাসী ঢঙে।
আজ পুরোটা অন্ধকারে-
কাজল এঁকেছ চোখে।
চাঁদ জ্বলে জ্বলে শুধু-
পুড়েছে দীর্ঘ শোকে।
কলংক করে নিয়েছে ছায়া,
পূর্নিমায় পুনর্বাসন করেছে-
চোখের দুরত্বে নিরর্থক মায়া।
ঘোর লাগা চাহনিতে ভুলে যাই,
জাগতিক অভাব।
কি আমার চাই, কেনো চাই,
লুকিয়ে রাখা অসভ্য স্বভাব।
অপারগতা হারজিৎ মানে না,
জেদ ধরে থাকা বালক মনে-
জেগে উঠলে পুরুষ,
ফেলে আসতে জানে না।
দুয়ারেই ছিলাম ঈশ্বর জানে খুব কাছে,
তবূও যোজন ফারাক লাগে।
ডুবে গেছি বার বার,
ঢেউয়ে ঢেউয়ে ছারখার,
অহর্নিশ বন্যতা জাগে।
শহরের কোন কোণায় দেখা যাবে হয়তো-
ল্যাম্পপোস্ট স্পট রাত্রি।
পাশ কেটে চলে যায়,
ফিসফিস বলে যায়,
বখে যাওয়া গৃহপালিত যাত্রী।
ঠিকানাহীন আমি আপাতত,
মনে মনে নোট রেখো,
বেহায়াপনার উপদেষ্টা নাই,
উদগ্রীব গনতন্ত্র অবনত।
—-
২৫ নভেম্বর, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা