সালোয়ার কামিজ
আর সাথে ওড়না,
মার্জিত কথা আর
রুচিশীল পোশাকে চলি।
লোকে বলে বার বার
আমি নাকি আধুনিক নয়।
কিভাবে আধুনিক হব
তাদের কাছে আমি?
ছোট্ট টি শার্ট আর
ছেঁড়া জিন্স পরে
চলতে হবে আমাকে।
ছেঁড়া ফাটা জিন্স দিয়ে
উঁকি দেবে উরু।
তলপেট দেখা যাবে
দুলবে কোমর।
তবেই না আধুনিক আমি।
ভ্রু প্লাক করে
ঠোঁটে লিপস্টিক
সারামুখে মেক আপে
চলতে হবে।
রাস্তায় কোন রকবাজের
যদি কমেন্ট শুনি,
দেখ না তোরা
যাচ্ছে চিকনি।
তবেই না আধুনিক আমি।
আঁটোসাঁটো টি শার্টে
স্তনের নিপিল যায় যদি দেখা;
হাটঁতে চলতে গিয়ে
দুলবে স্তন দু’খানি-
তবেই না আধুনিক আমি।
বাজারে শপিং মলে
রাস্তার মোড়ে মোড়ে
বলবে আমাকে দেখে-
উফ্ কি সেক্সী!
পাতলা কোমরখানি
যেন জড়িয়ে ধরি;
মনে হয় বারে বারে
ঠোঁটে কিস করি।
শুনে তার কথাগুলো
সাড়া দেব চোখ টিপে-
তবেই না আধুনিক আমি।
নিকুচি করেছি আমি
এমন আধুনিকতার।
আমার পরিচয়
আমি এক আধুনিক
ভারতীয় নারী।