Skip to content

আজ শুধু নিরবতা – অভিষেক ভট্টাচার্য্য

আজ শুধু নিরবতা।
ঘিরে থাকা স্তব্ধতা।
আজ শুধু অভিমান।
আর না বলা কথা ভোলা।

বলি নি যে কথা গুলো
সে কথা আর বলবো না।
তোমাকে চেনা হয়ে গেছে গো
নতুন করে আর ঠকবো না।

কথা তুমি রাখো নি গো।
কথা আমিও রাখবো না।
তোমার স্মৃতি আমি আর
কোনো দিনও ভাববো না।

শত যন্ত্রণার মধ্যেও আমি
নিজেকে খুঁজে নিয়েছি।
তুমি দিব্যি আছো জেনে
আমিও দিব্যি আছি।

আমার অনুভূতি গুলো
তোমার কাছে ছেলেখেলা।
আমি তোমার প্রয়োজনে
দরকার হলেই মনে পরা।
স্বার্থ মিটলে আমি
তোমার কাছে কিছুই না।
স্বার্থ ছাড়া তুমি
আমার কথা ভাবোও না।

আমি ভুলে গেছি সব।
তোমাকে আর চাই না।
আমি আবার নিজেকে
নিজের সঙ্গী করে নিয়েছি।
নিজের লক্ষ্যে চলবো আমি
নিজেকে ভালবাসবো।
তুমি ভালো থেকো
এই প্রার্থনাই রইলো।
ইতি অব্যক্ত ভালোবাসা।

মন্তব্য করুন