Skip to content

আগডুম বাগডুম— শাহ্ আলম আল মুজাহিদ

আগডুম বাগডুম হরিণের ডাল,
বসন্তকাল, কমলে লাল।
পাতায় পাতায় গানের ভাঁজ,
কোকিল গায় সুরে সাজ।

ছোট্ট খরগোশ নাচে ঝাঁপে,
ডালে ডালে রোদ্দুর টাপে।
বুনো মধু, রঙিন ফুল,
খেলতে আসে চড়ুই ভুল!

ঘাসে ভরা পাখির বাসা,
মৌমাছিদের গুনগুন আশা।
আকাশ জুড়ে রঙের খেলা,
বসন্তে প্রাণ নাচে মেলা।

আগডুম বাগডুম হরিণের ডাল,
গানে গানে বাজে বাঁশাল।

Tags:

মন্তব্য করুন