Skip to content

আকাশটাকে ছোঁবো আমি

ইচ্ছে হয় আকাশটাকে রঙিন করে দেখব
ইচ্ছে হয় আকাশটাকে কাছে গিয়ে ধরবো

ইচ্ছে করে তোমায় আমি রাত্রি ভরে দেখি
ইচ্ছে করে কাগজে তোমায় রঙিন করে আঁকি

ইচ্ছে হয় পাখির মত উড়ে যাই তোমার কাছে

দৃষ্টি ভরে আকাশ পানে

উড়ে বেড়ায় রঙিন সাজে

আকাশটা কে মনের মাঝে করি আলপনা
দৃষ্টি নয়নে এই ধরাতে তোমার ভাবনা

আকাশটাকে বলি তোমায় ছোঁবো আমি
পাখি হয়ে ছোঁবো তোমায়
যত দূরে থাকো তুমি

কবির মত ভাবতে আমি তোমায় নিয়ে পারি না
জোছনা রাতের তাঁরা হয়ে করবো তোমার যাতনা।

মন্তব্য করুন