Skip to content

অস্তিত্বহীন মরুদ্যান – সাজিদ হাসান

চলছি আমি এ পথ
কোনো এক অস্তিত্বহীন
মরুদ্যানের খোঁজে।
অগোচরে রয়ে গেছ তুমি
কোনো এক অরণ্যে।
খুঁজছি তোমাকে
ক্ষুধার্ত শিকারি পাখির মতো
মরণের প্রান্তে।
দেহাবসান হবার পরে আমার
দেহ খাবে পোকামাকড়ে; সেইসব
পোকামাকড়ের অংশ হয়ে
খুঁজব আমি
তোমায় অনন্তকাল ধরে।

মন্তব্য করুন