Skip to content

অসমাপ্ত গল্পটি – সুপ্রিয় ঘোষ

যতই জীবনের পাতা উল্টে যাই না কেন,
অযত্নে সবই ধুলোয় ধূসরিত।
গল্পের ব্যবহৃত অক্ষর, অস্পষ্ট,
তোমার সাথে সাক্ষাতের প্রথম দিনের মতো।
তারপর, সেই একসাথে পথচলা, কথাবলা,
বিস্তীর্ণ মাঠের উপর দাঁড়িয়ে
আকাশের খসে যাওয়া তারাদের কাছে টানার প্রবৃত্তি,
সবই, সবই বিবর্ণ, আজ সময়ের সাথে,
শুধু পড়ে, সব রক্তিম দিনের ঋণ।
তবে চলে যাবে, একথা সেদিন অজানা থাকলেও,
অনুভূতিতে যন্ত্রণারা জীবন্ত আজও।
স্মৃতির ধুলো সরাতেই দেখলাম, সে ছবিটিও-
জীবনের প্রতিটি অক্ষরকে এলোমেলো করে,
হঠাৎই ফিরে গেলে, মাঝপথে খেলা গেল থেমে,
মাথার ‘পরে আকাশটা নামিয়ে দিলে এক ঝটকায়।
আর, আকাশের বিস্তৃতি মিশে গেল একটি বিন্দুতে,
দমবন্ধ হয়ে আসা আকাশের সান্নিধ্যে,
তারাদের বিকিরিত আলোয় ঝলসে গেল সব অনুভূতিরা,
ভালো থাকার, ভালো রাখার, ভালোবাসার সব।
তোমার আবছা হয়ে যাওয়া আঁচলে
এলোমেলো হল, সাজানো রঙিন গল্পের অক্ষরগুলো, আর যা যা ছিল,ভাবনায় যতগুলো।
শুধু রয়ে গেল, বেশ কিছু ঋণ,
বন্ধনের সান্নিধ্য মাখা সেইসব দিন।

মন্তব্য করুন