Skip to content

অলিখিত চুক্তি-ফরহাদুল ইসলাম মোহন

মহাকালের নাট্যমঞ্চে এক অলিখিত চুক্তিতে বাঁধা পড়ে আছি আমরা দুজন
অমূলক কোন প্রেম-প্রতীতিতে সংবদ্ধ আমাদের দুটি অপরিণত অসম্পৃক্ত মন
তবুও কেন এইসব দূরত্বের সহবাস?
কাছে আসার একটুখানি অভিলাষ- সে তো হৃদয়ের মরুভূমিতে স্বর্গোদ্যানের মতো অসংলগ্ন এক দৃশ্য!

১৪-১০-২৪

মন্তব্য করুন