Skip to content

অমর প্রেমের সঙ্গী – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

অমর প্রেমের সঙ্গী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৬-২০২৪ ইং

বন্ধু তুমি শত্রু তুমি তুমিই প্রাণের পাখি
যতন করে রাখি,
জীবন মরণ সঙ্গী তুমি ভুবন দেখার আঁখি
ভালোবাসায় ঢাকি।

সূর্যের আলো নয় তো আলো চন্দ্রের আলোও আঁধার
অশ্রুতে চোখ সিক্ত,
আমার জীবন চলার সাথী বেঁচে থাকার আধার
সঙ্গিবিহীন রিক্ত।

আকাশ বাতাস পাহাড় নদী তোমারই নাম ডাকে
মুগ্ধ তোমার রূপে,
উদাস এ মন প্রেম-নগরের প্রেম-নদীরই বাঁকে
হারায় প্রেমের কূপে।

নাই চাওয়া আর পাওয়ার কিছু একটা চাওয়া তুমি
এই মনেরই মাঝে,
তুমি ছাড়া শূন্য ভুবন শূন্য হৃদয় ভূমি
মন বসে না কাজে।

থাকে না হায় যদি তোমার একটু হাসি মুখে
যেন গলায় ফাঁসি,
ওষ্ঠাগত প্রাণের বায়ু ছটফট করে ধুঁকে
ভাঙে মোহন বাঁশি।

ফুল ফোটে না চাঁদ হাসে না জ্বলে না ওই তারা
থমকে দাঁড়ায় ওরা,
দিক হারিয়ে পথ খুঁজে তাই সবাই দিশেহারা
অন্তরালে ধরা।

ঝর্ণার পানি না বহে আর নদীর উপর দিয়ে
মেঘ-শূন্যতে আকাশ,
সাগর নদী কান্না করে অশ্রু চোখে নিয়ে
মুখটা সবার ফ্যাকাশ।

পাখনা মেলে বিহগেরা ওড়ে না ওই নীলে
কিচিরমিচির ডাকি,
ঘড়ির কাঁটা বন্ধ থাকে নড়ে না সে কিলে
সময়ে দেয় ফাঁকি।

আমার মনের রাজমহলে তুমিই প্রেমের রানি
আঁকি তোমার ছবি,
তোমার কোমল ছোঁয়ায় আমার দূর হয়ে যায় গ্লানি
উদিত হয় রবি।

তুমিই প্রথম তুমিই তো শেষ আমার সুখের চাবি
দান করেছেন প্রভু,
চাই না কিছু তোমার কাছে ভালোবাসার দাবি
ভুল বুঝো না কভু।

জীবন নামের সংসারে ভর সুখের প্রদীপ জ্বেলে 
আমরা দু’জন মিলে,
সুখে-দুখে পাখির মত পাখনা যুগল মেলে
রইবো একই দিলে।

মানবো নাকো হার কখনো কঠিন মরণ এলেও
রাখবো জীবন’বাজি,
জয়-পরাজয় যুদ্ধ রণে প্রাণ-বায়ু বের হলেও
হইবো রণের তাজি।

জয়ের নেশায় করবো লড়াই তোমার প্রেমিক হয়ে
বীর-পুরুষের মত,
বীর-সাহসী বিশ্বপ্রেমিক শত্রু দেখে ভয়ে
করবে মাথা নত।

আমার জন্য জন্ম তোমার তোমার জন্য আমি
ওই বিধাতার সৃষ্টি,
তিন কবুলে করবো বরণ হইবো তোমার স্বামী
পড়বে শুভ দৃষ্টি।

তোমার আমার মিলন হবে রাঙবে আকাশ ধূসর
অবাক হবে ভুবন,
গাইবে কোকিল নাচবে টিয়া পেখন তুলে ময়ূর
বইবে সুখের পবন।

চাঁদনি রাতে পরীর মেলে চাঁদ ছড়াবে আলো
বাসবো তোমায় ভালো,
তোমার মনের প্রেম যত সব আমার মনে ঢালো
প্রেমের প্রদীপ জ্বালো।

পাশাপাশি থাকবো দু’জন এমনি করে ভবে
জনম জনম ধরে,
মিষ্টি হাসির চাহনিতে এ প্রাণ ভরে যাবে
আদর সোহাগ করে।

বিশ্বজুড়ে দেখবে লোকে এমন বধূ স্বামী
হাসবে চেয়ে চেয়ে,
কল্পনাতে বিভোর হবে সবচেয়ে তা দামি
মিষ্টি পরীর মেয়ে।

জগৎ মাঝে এই স্মৃতিময় প্রেমের বিজয় হবে
ফুটবে যে ফুল বাগে,
যেথায় থাকি ভ্রমর হয়ে আসবো ছুটে তবে
প্রেমের অনুরাগে।

আমার মনের ফুলদানিতে পুষ্প গোলাপ তুমি
চিরদিনি অমর,
সেই গোলাপে থাকবো সদা সুখের ঘুমে ঘুমি
আমি ফুলের ভ্রমর।

ভ্রমর কলি আমরা দু’জন কাল হাশরের দিনেও
থাকবো পাশা’পাশি
জান্নাতি হুর-পরীর মেলায় গানের সুরের বীণেও
করবো হাসা’হাসি।

দু’হাত বাড়াও বক্ষে জড়াও লাজুকলতা কন্যা
অমর প্রেমের সঙ্গী,
আজ মধুময় পূর্নিমাতে আসুক সুখের বন্যা
প্রেমের রঙে রঙ্গী।

মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী।

মন্তব্য করুন