একুশ আমার অহংকার গো।
আমার মায়ের ভাষা।
মাতৃভাষার অনন্ত কালের
রক্ত পলাশ রাঙা।
একুশ আমার ভায়ের রক্ত।
মায়ের কান্না ভরা।
একুশ মানে তাজা রক্তে
বর্ণমালার তোড়া।
একুশ মানে চাবুকের আঘাতে
প্রভাতফেরি গাওয়া।
একুশ মানে বন্দুকের গুলি
বুক চিতিয়ে খাওয়া।
একুশ মানে প্রতিবাদ গো।
মুক্ত হওয়ার ভাষা।
একুশ মানে বাংলার মানুষের
হৃদয় ভরা আশা।
একুশ আমার একুশ তোমার
অমর একুশ কথা।
বাংলা আমার বচন ওগো
বাংলা আমার ভাষা।
কবিতা টা সকলের পড়ার অনুরোধ রইলো।