Skip to content

অভিশপ্ত আঁতুর ঘর -মাহাবুবা বিথী

পৃথিবীর বাতাস আজ দুষিত ভারী
আকাশে চিল শকুনের বড্ডো বাড়াবাড়ি
ওদের পাকস্থলীর প্রচন্ড ক্ষুধার
চাহিদা মেটাতে নগর জনপদ সব ছাড়খার
চারিদিকে শবের ছড়াছড়ি
গলিত শবের গন্ধে গুমোট ভারী
শকুনেরা সব বিভৎস উল্লাসে মৃতের ভাগাড়ে
আর কতদিন নিরীহ মানুষ ওদের লালসার
শিকার হবে আহারে।
বিভীষিকাময় বহু জনপদ শহর
যেন সভ্যতার অভিশপ্ত আঁতুরঘর।

মন্তব্য করুন