Skip to content

অভিমান — সাইলা পারভেজ

বাইরে এক প্রচণ্ড ক্ষোভ
বুকের মধ্যে অগ্নিবাণ ।
অন্য প্রান্তে সেও আবার ,
পাষাণী এক গম্ভীর প্রাণ ।
সূচনা সেই হল যেথা
অযথা সব আলোচনা ,
ভেঙে পড়লো বজ্রাঘাত আর ,
শব্দের দ্বারায় কুঠারাঘাত ।
কিন্তু তারে সেইতো আবার ,
ডাকলে কাছে বাসলে ভালো ।
সেইতো আবার তারই কাছে ,
পেলে তুমি প্রেমের আলো ।
অভাব অভিযোগ সবই নিয়ে ,
কিছুটা না হয় সয়েই নিলে ,
তার খামখেয়ালি বাক্যবাণ ।
সর্বশেষে সেইতো আবার কাছে এসে
ভরবে তোমার মরূদ্যান ।

মন্তব্য করুন