Skip to content

অভাব— নজরুল ইসলাম খান

অভাব
———-
–নজরুল ইসলাম খান

প্রতিদিন প্রতি ঘন্টায় যাদের বেতন
প্রতি মাসে যাদের মিলিয়ন বিলিয়ন আয়োজন,
তাদের সাথে কে পারবে প্রতিযোগিতায়?
দাম বাড়িয়ে দেয় এক টাকার জিনিস একশো টাকায় ।
অপ্রয়োজনেও কেনে বাজারের সব পণ্য ।
খালি ব্যাগে বাড়ি ফিরতে হয় ছাপোষাদের ।
বাড়ির লোকদের বলতে হয়, আজ ভালো বাজার বসে নি ।
অথচ, সচক্ষে তো দেখছি ,
কী চমৎকার বাজার বসে ছিলো আজকে।
ঘাটতি ছিলো না কোন কিছুরই।
তারপরও কিনতে পারিনি শুধু টাকার অভাবে ।
টাকাওয়ালারা তো অভাব দেখে না,
তারা দেখে সবটাতে স্বর্গ।
অথচ, আমরা তো দেখি কী নিদারুণ অভাব আমাদের ।

আমাদের অসুখে ওষুধ জোটে না,
গায়ে ভালো জামা জোটে না,
মাথার ওপরে আচ্ছাদন থাকে না,
পেটে ভালো খাবার পড়ে না,
শুধু টাকার অভাবে ।

অথচ, চোখের সামনে তরতর করে উপরে উঠতে দেখি কত বহুতল ভবন,
শপিংমল -রিসোর্টে উপচে পড়া ভিড়,
ক্লাবে -পার্টিতে কাঁটাচামচ আর ঢালা ভরা গ্লাসের টুনটুন শব্দ,
বিদেশে হানিট্রাপ আর হানিমুন ,
সবই অবৈধ টাকাওয়ালাদের জন্য ।

অথচ, আমরা তো অনুভব করি,
কী অবর্ণনীয় অভাবের সাথে সংগ্রাম করতে হচ্ছে আমাদের ।
বিলাসিতা নয় ,
শুধু একটু টিকে থাকার জন্য জীবনযুদ্ব করতে হচ্ছে অনবরত।
আর, এক শ্রেণির মানুষ অভাবকে দিয়েছে নির্বাসন,
শুধু অবৈধ টাকার বদৌলতে ।

০৯/০৭/২০২৪
তালতলী, বরগুনা

মন্তব্য করুন