Skip to content

অবুঝ প্রেম – মোঃ ইব্রাহিম হোসেন

অবুঝ প্রেম  (অন্তর গহীনে অন্তর দহন)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০৯-২০২৪ ইং

অবুঝ প্রেমের নাই ঠিকানা
কোন বনে সে থাকে?
হঠাৎ করেই মনের মাঝে
কল্পনা যে আঁকে।

কেউ জানে না কার জীবনে
কখন কলি ফোটে?
আচম্বিতে গুনগুন করে
ভ্রমর এসে জোটে।

উতলা মন বিভোর থাকে
প্রেমের বানে ভাসে!
একলা ভাবে একলা কাঁদে
একলা সে যে হাসে।

কাছে পাওয়ার উদ্দীপনায়
বিপুল সাহস জাগে,
জীবন-মরণ বাজি রেখে
হারায় অনুরাগে।

প্রেমই জীবন প্রেমই মরণ
প্রেমই স্বপ্ন আশা,
দুই জীবনের একটা-ই মন
বাঁধে সুখের বাসা।

উঁচু নিচু তফাৎ কীসের
ঊর্ধ্বে প্রেমের আসন?
মরণ এলেও মরতে রাজি
মানে না সে শাসন।

দু’টি মনের মিলন হলে
স্বর্গে আবাস ভূমি,
ব্যর্থ হলে অনল দহন
মৃত্যুতে যায় ঘুমি।

তাই বলি ভাই অবুঝ প্রেমের
অবুঝ শাসন মানা,
সৃষ্টি রবের মানুষ বলে
দাও পাতে তার দানা।

বিবেক জাগাও দু’হাত বাড়াও
আমরা প্রভুর সৃষ্টি,
মানবজাতি মাটির মানুষ
দাও শুভতে দৃষ্টি।

আজ আছে ধন কাল রবে না
প্রকৃতির এই নীতি,
সরাইখানার দুনিয়াতে
সব কিছু হয় ইতি।

ধনী-গরীব বিভেদ ভুলো
মৃত্যু হলেই গোরে,
মাটির নিচে করবে দাফন
শূন্য হাতে ওরে!

মন্তব্য করুন