Skip to content

অপ্রকাশিত সম্পর্কের জন্য – সুপ্রিয় ঘোষ

রোজ সন্ধ্যা নামে,
শহরে, গ্রামের অন্তরে
সর্বত্রই ছড়িয়ে যায় এক গাঢ় অন্ধকার।
সুপরিকল্পিত অন্ধ আবেগের কালি লেপে দেয়
অপ্রাসঙ্গিক নগ্নতার উৎসবে,
অন্ধ গলিকে করেছিল পিচ্ছিল রক্তের বন্যায়,
ভুলে যায়, এই পথেই পেয়েছিল পৃথিবীর আলোর সন্ধান!
ভুলে যায়, এই পথই দিয়েছিল পরিচয়।
শুনেছিল আর্তনাদ,
কিন্তু মন সেঁকতে জ্বালিয়েছিল দেহের আগুন,
পুড়িয়ে দিয়ে যত শুভ বাসনাকে।
আর মেতেছিল শব্দের লালসায়,
সে শব্দেরা খুঁজে বেড়ায় বাতাসের বুক।
ছন্দের নয়, সুরের নয়,
শুধুই উত্তেজনার, মাতলামির।
প্রতিটি রক্তবিন্দু মাটিতে মিশে যেতে যেতে বলে যায়,
কি দোষ ছিল আমার ? আমি নারী, তাই ?
সম্পর্ক কী শুধুই রক্তের ?
পায়নি উত্তর।
@সু

মন্তব্য করুন