Skip to content

অপেক্ষা – জলকাব্য

দাঁড়িয়ে ওই কাচেঁর জানলায় খুঁজেই যাচ্ছি তোমায়,
তোমার পছন্দের রঙ খুঁজছি আমার গায়ের জামায়।
তোমার জন্য অপেক্ষায় আমি একলা একা দুপুর,
সুর দিচ্ছে তোমার দেওয়া একটি পায়ের নূপুর ।

তোমার অপেক্ষায় পথ চেয়ে ঝাপসা দুটো চোখ,
চাইছে আজ অনেক করে একটু কথা হোক।
খোঁপায় বাধা হলুদ-সাদা কাঠগোলাপের গুচ্ছ,
আমার কাছে আবেগ মাখা তোমার কাছে তুচ্ছ।

কাজল রাঙা আঁখি দুটো চেয়ে তোমার পানে,
তোমার অপেক্ষার প্রহর আমি গুনছি গানে গানে।
হাতে দুটো সোনার চুরি রিনিকঝিনিক বাজে,
তোমায় দেখতে ব্যাকুল আমি তুমি ব্যস্ত কাজে।

মন্তব্য করুন