।। সন্দিগ্ধ মোহনায় ।।
– সুপ্রিয় ঘোষ
আজ আর সে রাত্রি নেই,
ঘুম হারিয়েছে রুক্ষ আলোতে যেন।
আলো-ছায়ায়, হৃদয়ের কাছে
জমা আছে, তাল তাল কঠিন পাথর,
যার ভেতরের অনুভূতির আগাছারা
বিদীর্ণ করে সমূহ আবেগ, হেন।
এখনও সমান্তরালে চলেছে, যে পথ,
আমারই দিনযাপনের সাথে,
সেখানে প্রচ্ছন্ন অনলে, তুষারপ্রপাতে
কী যেন কোন্ পদধ্বনি শুনি !
আমার সত্তার ভিতে, বর্বর রীতিতে
যে কাল সর্পিল স্রোত বয়ে চলে,
তাতে কেবলই শঙ্কার ধ্বনি।
অথচ, এ কথা তো ছিল না !
জানি, জীবনের কিছু প্রশ্ন থাকে,
যার উত্তর কিছুতেই মেলে না,
কিছু কিছু ভুল, শোধরানো যায়না ।
তেমনই কষ্টের কিছু কিছু কথা
বলা যায়না কিছুতেই।
তিমিরপঙ্ক নিয়ে ভেসে যেতে হয়
জনারণ্যকে ছিঁড়ে ছিঁড়েই, মোহনার দিকে।
যদিও কখনো সে পথের বাঁকে
ডাক শুনে, থেমে গেছে পথচলা,
পিছনে তাকিয়ে বুঝিনি, সে মৃন্ময়ী ছলাকলা
কী বিষ ছড়াতে জানে !
স্বপ্নালু ভরসার নীল জ্যোৎস্নাতে, সজ্ঞানে,
অবলীলায় ছিঁড়েছে কেউ, আমার নীল পালক,
তার বিলাসী মুকুট সাজাতে হবে বলে।
স্বার্থপরতায় ভেঙে যায় সব দ্বার,
এক মূর্ত ছায়ামূর্তির বেশে, ঝঞ্ঝার
রূপ ধরে, লুকায় সে ছদ্মপুরুষকার।
ঘুম ভেঙে দেখি, আমি তীরে বসে,
নোনাজলে ভিজে, আঁচল পড়েছে খসে।
বাস্তবতার অনলে এ আত্মাহুতি
কি চিরকাল থাকে নাকি ?
কলকোলাহলে হারাতে হারাতে
যখন খুঁজে পাই নিজেকে,
দেখি, কেবলই শূন্যতা চারিদিকে।
শুধুই চক্রব্যূহের মতো,দায়ভার ঘিরেছে আমায়,
ক্লান্ত মন, অবসন্ন শরীরে, হায়,
ক্ষয়ে আর সয়ে, অন্তরে-বাহিরে
আজ বুঝি,
যেখানে স্বপ্ন শেষ, রূঢ় বাস্তবতা একা করে,
সেখানে রয়েছে চুপ করে, ঘাড় গুঁজি।
@সু , কলকাতা,