Skip to content

অন্য আমি – ইন্দ্রনীল দাস

আমি যখন‌ শহরটাকে জানলা দিয়ে দেখি,
কেমন জানি ইট‌ পাথুরে বড্ড বেশি মেকি।
যদিও সব চলছে ঠিকই যেমন করে চলে,
তবুও কেমন‌ শেকড় ছেড়ার গন্ধ কোলাহলে।
আস্ত এক যন্ত্র দানব স্বপ্ন খাবে গিলে,
জল না পাওয়া গাছের মতো শুকোই তিলে তিলে।

আমার স্বপ্নে কাঠবিড়ালি ধুলো মাখা রাখাল,
আলতা পায়ে নাইতে আসে নদীর জলে সকাল।
গল্প বলে দোয়েল শালিক চড়ুই বেড়ায় ঘুরে,
ছায়ার সাথে লুকোচুরি পড়ন্ত রোদ্দুরে।
ময়ূর সেজে খেলছে‌‌ মেয়ে সবুজ ঘাসের পেখম,
একতারাতে মনের ঘুড়ি দিগন্ত ছোঁয় যখন।
ওই তো কে‌ দাঁড়িয়ে আছে গাছের নীচে একা
আমার সাথে অন্য আমির সেইখানেতে দেখা।

একোন আমি? খুব অচেনা লাগছে কেন সে কি?
আমি যখন শহরটাকে জানলা দিয়ে দেখি…..

মন্তব্য করুন