Skip to content

“অন্ধপ্রেম”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

দিবানিশি ভাবি যারে
খুঁজি আপন করতে,
আসবে কবে?আপন ঘরে
আঁচলটা চাই ধরতে।

সময় যাবে স্মৃতি হবে
স্বপ্ন মেলবে ডানা,
অন্ধপ্রেমের ফাঁদে জীবন
হচ্ছে যে তাল কানা।

আদর করে ডাকতো আমায়
সোনা-পাখি-ময়না,
কি যে হলো কোথায় গেলো
আর তো কথা কয়’না।

মিছামিছি কথার জালে
আটকে দিতে যারে,
অভিমানের অজুহাতে
ছাড়তে কি কেউ পারে?

আবার ফিরে আসো তুমি
অপেক্ষাতেই থাকবো,
কথার মাঝে ভুল হবে না
তোমার কথাই রাখবো।

লেখার তারিখঃ ১০/০১/২০২৪ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন