অন্তঃক্ষরণ
লক্ষ্মীকান্ত মণ্ডল
বেড়ার ওপারে খোলা আকাশের অপেক্ষায় শালিকটা মাখতে চায়
রোদ্দুর, আর বাঁশের কঙ্চিগুলো আলপথ ছুঁয়ে মাখতে চায় পাখির ওম্
ছোপ ছোপ কাদাজলে আকাশটা কেন যে স্নান সারে মাটির বাসরে-
সেই আলোয় ঠোঁট ডুবিয়ে জল খেতে চায় প্রিয় উঠোনের গান, একপা
দুপা পাখনা নেড়ে সঙ্গের নিম ও করঞ্জার ছায়াকে বিছিয়ে দেয়
দূর্বাঘাসের ইচ্ছায় –
যতই দুঃসময় বেরিয়ে আসুক ভেজামাটির, বাতাসে ওড়ে ক্ষরণ,
ভিতর বাহির খোলা প্রতিধ্বনি ঝরায়, নির্জনের আঁচড়লাগা
ছায়ার বুক স্পর্শ করে কালি খালের সরসতা
নির্বাণের দুঃখ নিয়ে মেঘ ছড়িয়ে পড়ছে আকাশে