Skip to content

অধিকার – মো:সাফি সামি

মানুষের কত স্বপ্ন থাকে,
থাকে এগিয়ে চলার গল্প।
কতটা সময় সে ভাবে নিজেকে নিয়ে,
ভাবে জীবন কতটা অলপো।
সে কাজের মাঝে ছুটে চলে ছেড়ে সকলকে,
নিয়তির পাড়ে রেখে দেয় আপন কাউকে।
কাছে থাকে না কেও বেদনা ভোলাতে
থাকে কেবল নীতির আলো,
যা তাকে ব্যস্ত রাখে মন মানাতে।

কখনো দেখিনি ভেবে তাদের নিয়ে করছি খেলা
কখনো ইচ্ছা জাগেনি তাদের নিয়ে ভাবি সারা বেলা।
কখনো অধিকার বলে করছি হাহাকার
কখনো নিরব স্বরে দেখছি কান্নার বাহার।

কেন সবের মাঝে নারীদের ঝুকতে হয়
কেন অবমাননা নিয়ে তাদের ঝুলতে হয়।
সকলের সাথে তারা কেন পারেনা মানিয়ে নিতে,
কেনইবা তারা পারে না সব অধিকার ছিনিয়ে নিতে।

কতদিন শুনবো সে সাম্যের গান,
কখনো কি পাবেনা তাদের কাছে সে সম্মান।
ভুলে যেও না তুমি কার জন্য আছ এখানে,
ভেবে দেখ একবার কত কষ্ট করেছিল মা বছরক্খনে।
সে মা দেখ কতটা আছে আরামে!
ভেবে দেখেছো কখনো কতটা সুখ দিয়েছো তাকে জীবনে।

জীবন সঙ্গিকে কখনো দিয়েছো উপহার?
কখনোকি বুঝেছো তার মনে বেথা দিয়েছো কতশত বার।
স্বপ্ন যখন দেখছো তাকে নিয়ে উড়তে,
নীতির মাঝে শুধু মনে হয় সকল অধিকারগুলো ভুলতে।

নারীরা চায় পাখা মেলে দিয়ে যাই বহু দূরে,
কি করবে বলো,
অধিকার যে চায় সকল ডানা কেটে জুলিয়ে দিতে শুলে।।

মন্তব্য করুন