Skip to content

অদল বদল – প্রিন্স রোমান পিকিউ

চলো অদল বদল করি
আমার হাত তুমি ধরো, তোমার হাত আমি ধরি।
চলো পায়ে পা মিলিয়ে, গায়ে গা লাগিয়ে
একপথে চলি।
আমার ভাষা তুমি নাও, তোমার ভাষা আমায় দাও,
চলো কথার বিনিময়ে ভালোবাসি বলি।
এসো আদানে প্রদানে প্রেম করি।

শোনো, দেয়া নেয়ার চুক্তিতে যা চাও সব দেব,
চোখের বদলে চোখ দেব,
মুখের বদলে মুখ দেব,
বুকের বদলে বুক দেব,
সুখের বদলে সুখ দেব,
বলো তুমি কি দেবে?
কিসের বিনিময়ে, আমার কি নেবে?

মন্তব্য করুন