অচেনা … সে অজানা …
এই অবুঝ মন কিছুই বোঝে না ।
সে নেই,সে নেই তোমার কোনোকিছুতেই ,
তোমার মনে প্রাণে, তোমার অজানা অনুভবে ,
বুকের বাম পাশে থাকা ছোট্ট হৃদমাঝারে ,
ও তার স্পন্দনেও সে নেই ।
সন্ধ্যা নামার পর নিয়নের আলোয়,
আর নিকোটিনের ধোঁয়ায়, অথবা —
খুব যত্নে রাখা গল্পের পাতায় ।
দু-নয়ন বয়ে আসা অশ্রুধারায় ,
সে নেই, সে নেই তোমার বেদনা ও ব্যাথায় ।
অচেনা … সে অজানা …
তোমার ভালোবাসা অযথাই সান্তনা ।
মনের গভীরে শূণ্য খাতে, আর —
রাত্রি ভেজা জোছনাতে,সে নেই ,,
সে নেই কোনো কারণে অকারণে ।
তোমার মাঝে, অথবা —
মন খারাপের একলা সাঁঝে ।
কিন্তু আবারো মেঘ করে ,
দু-চার পশলা বৃষ্টি ঝরে ,
সে নেই, সে নেই তোমার কোনোকিছুতেই ,
একথা জেনেও মন গুমরে গুমরে মরে ।