অগ্নি ফোঁড়ন
—-
রমেন মজুমদার
20/02/23
পায়নি যুক্তি,হয়নি মুক্তি বোধ কণ্ঠস্বর;
এলো শেষে নোট বদলের কষ্ট পালা…
মুখের বাণী ছাইদানিতে গন্ধে আটা;
ছানি চোখে চশমা পড়া রঙের শালা।।
অথর্বরা অর্থমোহে কাঁচের ঘরে ফুর্তি করা!
সংক্রমিত নোটবদলে দিন গুজরানে কষ্ট!
ভুগছে ভুক্তভুগি; বাজার দরে হাফিয়ে ওঠা,
লম্বাচোরে মাসতুতো ভাই; টাকা ভ্রষ্ট।
নেই প্রতিবাদ বাঁচতে জীবন গল্পকথা ;
দিনকে ডুবায় রাতের গর্ভে গায়ের জোরে;
কবির কলম ভোঁতা! শুকায় কালি তার;
ফাগুন পুড়ে আগুন ছাড়া ক্ষুধার নীরে।।
মুষ্ঠিবদ্ধ হাত কুড়াতে পিছ পা সবে…
তর্জনীটাও পোকায় কাটা শুকনো ডাল;
ব্যানার গুলো শিল্পের বনিক বোবা পথে,
নগ্নপায়ে বেদিতে ফুল; শহিদ কপাল ।।
মানুষ নামে ফানুস আছে, অর্থে ডুবে…
মুখচোরারা মুখোশপড়া রাত্রি কালো!
খুচরো বিহীন বাণিজ্য সুখ মরছে ধুকে;
স্বপ্ন ভেঙে এগিয়ে গিয়ে মশাল জ্বালো ।।
কামধেনুতে ভেজাল দেখি উন্নয়নেও;
আলোর তলে আঁধার খেলে জীবন ফেলে,
লক্ষ্য কেবল চেয়ার খানা আপন করা;
তিন তাসেতে গামছা পেতে অর্থ মিলে ।।
আমরা ওরা কারা কারা পক্ষ নিচ্ছে !
খৈ ফোটানোর দুগ্ধ কড়াই গল্পবলা
চা’ টেবিলে ঠাণ্ডা দেখি দুদল নেতা;
ঢাললে মানি চাকরি পানি, পথ খোলা।।
বুদ্ধিজীবী দিবস দেখি নেট দুনিয়া ;
একদিনে সব কথার ঝুড়ি মূল্যহীনে;-
সমাজ এখন দাপট দৌঁড়ে পিছিয়ে পড়া
চোরার দলে বাঁশি বাজায় নাগিন বীণে।।
সামাপ্ত—-
ভীষণ সুন্দর