অগর বগর গ্যাঙ গ্যাঙ,
গাঙের কিনারে হাকছে ব্যাঙ।
মাঠের মাঝখানে চিলের ছায়া,
ভয় পেয়ে লাফায় ঢ্যাঙা মায়া।
ঝোপের ভেতর লুকায় শাপলা,
পুঁইপাতা নড়ে, বুঝি কার পালা?
ডাহুক ডাকে, খ্যাঁ খ্যাঁ শব্দে,
আকাশ ছুঁয়ে মেঘ নেমে আসে স্রোতে।
চ্যাঙা ব্যাঙের ঢাকের বাজনা,
কচুরিপানায় নাচে এক কন্যা!
টুপটাপ বৃষ্টি, জলেতে ছপছপ,
মজার এই বনে চললো কল্পকথা চুপচাপ!