মহান পেশা শিক্ষক পেশা
ভিক্ষাবৃত্তির মতো,
এই পেশাতে লক্ষ শিক্ষক
কাঁদে আজি যতো
শিক্ষকগণে চাচ্ছে আজি
বাসা ভাড়ার দাবি,
যাদের হাতে আছে জানি
মানুষ গড়ার চাবি।
নিয়ম মেনে রাস্তায় নেমে
করেন দাবি পেশ,
লাঞ্ছিত আজ শিক্ষকগণে
গড়বে যারা দেশ।
তাদের আজি ঝাপটে ধরে
লাঠি পেটা করে,
কপাল ফেটে শরীর থেকে
আরো রক্ত ঝরে।
শিক্ষকগণে সমাজ মাঝে
জ্বালে জ্ঞানের বাতি,
সেই শিক্ষকের মারছে লাথি
এটা কেমন জাতি॥
অন্য পেশার আমলারা সব
গাড়ি বাড়ি করে,
এই দেশেতে শিক্ষক শুধুই
কেঁদে কেঁদে মরে।
এই বৈষম্য থাকলে জাতি
আলো যাবে নিভে,
বুঝলে জাতি সেদিন থেকে
ওদের পাওনা দিবে।