Skip to content

শহিদের রক্ত রাঙা শির-০১ – মাহমুদুল মান্নান তারিফ

শহিদের রক্ত রাঙা ——শির
ওরাতো জাতির শ্রেষ্ঠ -বীর
বীরদের আমরা স্মরি –ভাই
ও-দের আমরা খোঁজে -পাই।

আমাদের গর্ব ওরা –আমরা স্মরি
এসো না ওদের মতো -আমরা মরি
আমরা বীরের জাতি বীর শিরোপা
আমরা বীর প্রভাতি বীর শিরও পা।

দুশমনে ভয় করি না জয় করি প্রাণ
স্বদেশের প্রেমে হৃদয় দেই করি দান
দেশকে ভালোবাসি ——–দুঃসময়ে
সুসময়- দুঃসময় এ ——–দু’সময়ে।

আমরা মুক্তিকামী — বীর- সেনানী
আমরা বীর-সেনানী –বীর কে জানি
উজানেই বৈঠা ঘুরাই –বিষাদ গাঙে!
বিজয়ের নিশান উড়াই বিভাদ ভাঙে।

আমরা মুক্তিসেনায়— মুক্ত করি দেশ
আমরার আত্মা সবুজ যুক্ত পরিবেশ।

রচনা: ১৪ ডিসেম্বর ২০১৮

মন্তব্য করুন