Skip to content

শরৎ ছুঁয়েছে মন হাবিবুর রহমান নিরব

নদীর তীরে বালুর চরে
কাশফুলের বন,
পাখি নাচে ঝাঁকে ঝাঁকে
শরৎ ছুঁয়েছে মন।

দেখা যায় আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
রৌদ্র বৃষ্টি মাঝে মধ্যেই
করছে যেন খেলা।

টগর,মাধবী,মালতী,যুঁথী
ফুটেছে শিউলি ফুল,
মিষ্টি গন্ধে পাগল করেছে
মন মাতানো বকুল।

পদ্মা,মেঘনা,যমুনা নদীর
জল করে টলমল,
নদীর বুকে নৌকা গুলো
তুলছে দেখ পাল।

বিলের জলে আমন চাষ
সবুজের সমাহার,
বাংলার বুকে শরৎ এসে
মন কেঁড়েছে সবার।

মন্তব্য করুন