Skip to content

শত আয়োজনই ফিকে

কত আনন্দের কিরণ এসে ছিলো ঘরে,
বেলা শেষে ঠিকই বেদনার কালো ছায়া পড়ে!
ভেবেছি যতই দূরে যাবো ততই সুখের পাবো ছোঁয়া!
ধীরে ধীরে নেমে আসে দেখি আরো অসিত ধোঁয়া!

শৈশব টাই ছিলো মজার ভাবছি বড় হয়ে!
বুঝছি যতই পৃথিবীকে,কাঁপছি ততই ভয়ে!
দুই চোখ ভরে দেখছি যেই সুন্দর ধরণীকে,
একদিন কিছুই থাকবেনা,শত আয়জনই ফিকে!

বিলাসিতায় কাটছে জীবন,থাকছি ডুবে মোহে!
পথিক হয়ে এসেছি মোরা কিছুই মোদের নহে!
এই পৃথিবীর প্রেমে পড়ে কেহ ভুলে যায় সব,
ভ্রান্তি পথে হেটে বেড়ায় সদা করে মিথ্যে উৎসব!

নিদ্রা ভাঙলেই দেখি অনেকেই কাছে নাই!
চোখে শ্রাবণ এঁকে শোকের রোদ পোঁহাই!
আমিও না বলেই একদিন দিবো অজানাতে ডুব,
হয়তো কেহ সেদিন উন্মাদ হয়ে পুঁড়বে শোকে খুব!

মন্তব্য করুন