Skip to content

লুটেরা – শহীদ উদ্দীন আহমেদ

আমলা পুলিশ নেতা কর্মী
সবাই লুটছে দেশ,
ব‍্যবসায়ীরা সিন্ডিকেটে
কামায় তারা বেশ।
এরাই এখন এ দেশটারে
খুবলে খাচ্ছে ভাই,
আমজনতার এ ব‍্যপারে
করার কিছু নাই!
এরা আবার গড ফাদারের
কাছের মানুষ তাই,
ফাদার চামচার গন্ডগোলে
এদের দেখা পাই!
লুটে পুটে খাচ্ছে সবাই
দিচ্ছে পারি বিদেশ,
হাজার কোটি পাচার করে
আছে তারা বেশ!
উন্নয়নের জোয়ার বইছে
ঋণের বোঝা বাড়ছে,
কথা বললে এসব নিয়ে
মামলা ঠোকা হচ্ছে।

মন্তব্য করুন