Skip to content

রাতদুপুরে বন-বাদারে- শাহ্ আলম আল মুজাহিদ

রাতদুপুরে বন-বাদারে
হুক্কা হুয়া ডাক শুনি,
নীল আকাশে উঠল ভেসে
হাসিমাখা চাঁদমণি।

জোপের তলে, জোনাই জলে,
থোকায় থোকায় জাল বুনি,
ঝিঁঝির ডাকে ছবি আঁকে
ঘুমের দেশে খুকুমণি।

Tags:

মন্তব্য করুন