রাণী ভিক্টোরিয়ার সমাধির কাছে দাঁড়িয়ে
সময়কে দেখি—পাথরের মতো নিশ্চুপ।
যে নারী প্রেমে রাজ্য শাসন করেছিল,
করুণায় মানুষের দুঃখ ছুঁয়ে দেখেছিল,
আজ তিনি নেই।
শুধু শীতল শিলালিপিতে আটকে আছে তাঁর শ্বাস,
মুকুট ঝরে গেছে ইতিহাসের ধুলোয়,
রাজদণ্ড ক্লান্ত হয়ে হেলান দিয়েছে শতাব্দীর দেয়ালে।
তবু ভালোবাসা, সে তো মরেনি কোনোদিন।
রাণীর চোখে যে প্রেম জ্বলেছিল,
তা এখনো বাতাসে ভাসে, নিঃশব্দ প্রার্থনার মতো।
আমি দাঁড়িয়ে থাকি,
নিজের বুকের ভেতর হাত রেখে বুঝতে চাই-
আমাদের প্রেমও কি একদিন
এমনই স্মৃতি হয়ে যাবে?
নামহীন, রাজহীন, তবু গভীর।
রাণী নেই, রাজ্য নেই, কিন্তু আমাদের
প্রেম আছে।
এটাই হয়তো ইতিহাসের আসল বিজয়:
সবকিছু হারিয়ে গেলেও
ভালোবাসা থেকে যায়—
নস্টালজিয়ার আলোয়, মানুষের হৃদয়ে।