Skip to content

মেঘবেলার কাব্য-শুভশ্রী রায়

এখন পড়ছে রিমঝিম সমানে চলছে মেঘবেলা
চল, আমরাও মেঘেদের সাথে করে নিই খেলা
এস না মেঘের ভেলায় চেপে আজ আমরা ভাসি
আকাশের সুরেসুরে বেজে যাক খুশি আর হাসি
বর্ষার রিমঝিমে পুরো মিশে যাক হাসি আমাদের
চলে এস বন্ধুরা মেঘের ভেলায় উঠতে ইচ্ছে যাদের
অমনি বৃষ্টির বাড়িটাও ঘুরেফিরে দেখা হয়ে যাবে
সেও আমাদের সাথে মিলেমিশে বড্ড আনন্দ পাবে
জেনে নেব আজকেই আনন্দ বৃষ্টির সঠিক ঠিকানা
তারপর পাঠাতে ভালোবাসা-চিঠি থাকবে না মানা!

মন্তব্য করুন