মায়ের পেটের রেহেম ঘরে
অস্তিত্ব পাও মানব,
জন্ম নিয়ে বড় হয়ে
ক্যান হয়ে যাও দানব!
ভূমিষ্টের পর কান্না করো
যখন লাগে ক্ষুধা,
মা জননী পান করায় তার
নিজের বক্ষ সুধা।
মায়ের মতো দরদী আর
দ্বিতীয় কেউ আছে?
“মায়ের চেয়ে মাসির দরদ”
অর্থ স্বার্থের কাছে।
খোদার পরে পিতা-মাতার
আনুগত্য করে,
তাদের দোয়ায় সফল হবে
সারাজীবন ভরে।
দুনিয়াতে পিতা মাতা
জান্নাত পাওয়ার চাবি,
বেঁচে থাকতে যত্ন নিও
এটাই রবের দাবি।