যা কিছু মন্দ তা আমার;
জানো তো আমার এমন অনেক কিছুই হয় না!
যেমন খুব পড়াশুনা করে ভালো রেজাল্ট হয় না।
অথবা দৌড়ে গন্তব্য পৌচ্ছানোর সময় হোঁচট খেয়েছি-
তাই পৌচ্ছানো আর হয় না।
দিনের পর দিন প্রতারিত হয়েছি!
বছরের পর বছর ঠকে যাচ্ছি আজও!
জয়ী হওয়া আর হয় না।
জয়ী হওয়াটা বুঝি জীবনে নেই।
তাই কিছু না হওয়াকে ভাগ্য দুষ ভাবীনা।
বরং ভেবে নেই , কিছু না হওয়া মানে আমি।
আর যাহা কিছু ক্ষুদ্র হয় তা ভুল করে হয়।
সুতরাং যা ভুল সব আমার।
যা নির্ভুল সব তোমার!
যা মিথ্যা সব আমার!
যা সত্য তা তোমার!
যত দুঃখ সব আমার!
যত সুখ সব তোমার!
যত মন্দবাসা সব আমার!
যত ভালোবাসা সব তোমার!