Skip to content

উইন্ড চাইমস – নাশিদ ববি

ভালোবাসা ভালোবাসা
খেলা ঘর এই সংসার
নর আর নারীতে কি যে প্রেম
ভালোবাসার যে তীব্রতা
মেরু প্রান্ত কে বদলে দেয়
ঠিক যেমন ঐ নীল আকাশ আর সাদা মেঘ
কিংবা কালো কঠিন পাহাড়
ঝর্না ধারা প্রবাহিত হয়ে যায়
সবুজ পাতায় পড়ে থাকে বৃষ্টির জল
টুং টাং শব্দ করে উঠে উইন্ড চাইমস
ভীষণ ভালোবাসার ঝড় বহে যায়
স্বপ্ন দেখবো বেঁচে থাকার
অল্পতে সুখ খোঁজার ।

মন্তব্য করুন