Skip to content

ভন্ড লোক, এ.এস.এম সোহেল ভুইঁয়া।

ভন্ড লোক
এ.এস.এম সোহেল ভুইঁয়া [মাষ্টার ]

ভন্ড লোকে সাধন ভাজন
ধরতে গেলেই প্যারা,
উল্টো প্রশ্নের তাড়া,
অসত্য আজ করছে রাজন
সবই ভালোর পাড়া।

মোড়ে মোড়ে হুকুম জারি
দূর্নীতি নাই পথে,
চলো জয়ের রথে,
ইচ্ছে হলেই ট্রাফিক সারি
খিরায় তাদের মতে।

এমপি থেকে মন্ত্রী বড়
তৃণমুলের পাতি,
বিশাল লম্বা দাঁতি,
একটুখানি নড়লে চড়
খেলছে চড়ুইভাঁতি।

কলঙ্কের দাগ গুরুর মুখেও
মুছতে নাহি পারি,
ভুলতে বসি বাড়ি,
দেশের তরে ভাবলে বুজেও
স্পন্দে কাঁপে নাড়ি।

ভাবছি বসে একলা ঘাটে
কোন পথে যাই পাটে,
সবুজ রাঙা মাঠে,
দিন পুরিয়ে যায় রে বাঁটে
বন্ড ভবের হাটে।

মন্তব্য করুন