Skip to content

ব্যর্থ আমার ভালোবাসা

ব্যর্থ আমার ভালোবাসা
ব্যর্থ আমার তোমায় চাওয়া
ব্যর্থ আমার আশা
ব্যর্থ আমার সুখের সংসারের স্বপ্ন দেখা।
ভেবেছিলাম তোমার মধ্যে খুঁজে পাব আমাকে
কত সুন্দর জীবন হবে আমাদের,
কিন্তু না, আকাশের সব মেঘ থেকে যেমন বৃষ্টি হয় না
তেমন সব প্রেমিকের সাধ পূরণ হয় না।
কীভাবে বুঝব এতটা পথ তোমার সঙ্গে যে এলাম
সেটা মিথ্যা?
তুমি আমার সঙ্গে খেলা করলে
আমি আগে বুঝিনি
বুঝলে এতটা ব্যথা পেতাম না যতটা এখন পেলাম।
এ চাবুকের আঘাত নয়
এ ভালোবাসার আঘাত
এ আঘাত সরাসরি হৃদয় পায়
হৃদয় একবার আঘাত পেলে আর সেরে ওঠে না।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩১/৮/২০২৫

মন্তব্য করুন