Skip to content

বৃষ্টির কথা – মো:সাফি সামি

চারিদিকে ছম ছমে মেঘলা আকাশ দেখছি
এখনি যেন বৃষ্টি হবে অনুমান করে ফেলছি।
সুদর্শন চোখ যেন একপলকও সরে না
চেয়ে আছি নিরব আকাশে বৃষ্টি কেন পড়ে না।
কালো মেঘে ঢেকে যাওয়া সে অন্ধকার শহরে
বৃষ্টি যেন পরছে মুদ্রার টপ টপ কহলে।
জুপ জুপিয়ে যেন বৃষ্টি এল অন্ধকার চিরে
আমি যেন হারিয়ে গিয়েছি এক অজানা ছাতার ভিরে।
ছাতার আরালে হাতটি একবার বারিয়ে দিলাম নিরে
বৃষ্টির ফোটা যেন খুজলো আমায় গোলোক ধাঁধাঁ ঘিরে।
বৃষ্টির ফোটা যেন করছে খেলা,
এ কোনো কল্পনা নয়,
এ এক অরুণ রঙ্গের মেলা।

মেঘ থেকে বৃষ্টি পড়ছে
হালকা বাতাস নিয়ে,
ছোট ছোট জলে মোরা
ভালোবাসা দিয়ে।

বৃষ্টি যেন থামছে না,
থামছেনা দিগন্ত যুরে।
মেঘে মেঘে যেন হচ্ছে কথা,
নিরব ধ্বনির সুরে।।

মন্তব্য করুন