Skip to content

বুঝিনি কখনো আগে – MaDDy

বাবার হোটেলে থাকতাম
তাই বুঝিনি কখনো আগে,
৫০ টাকা কেজি চাল ভাত
আজ ফেলতে গায়ে লাগে।

ছেলে যখন ভাত ফেলে দেয়
ধমক দিয়ে বোকি,
নিজের কথা পড়লে মনে
লজ্জায় মুখ ঢাকি!

বলতো বাবা, “ঘড়ির খেলা-
বুঝবি তোরা সবই”;
“আমার চটি গলিয়ে পায়ে-
যেদিন বাবা হবি”।

মূল্যবোধের জ্ঞান ছিল না
ছড়িয়ে করেছি নষ্ট!
জ্বলছে যখন অনুভূতি
বুঝচ্ছি বাবার কষ্ট।

মন্তব্য করুন