Skip to content

বিদ্রোহীর ইশতেহার – প্রসূন গোস্বামী

চুপচাপ চোখ দুটো জ্বলে, ক্রোধ নেই, আগুন শুধু জ্বলে—
আকাশের দিকে চেয়ে দেখি, কী সব ভণ্ডামি চলে,
কত মিথ্যে ফুল ফোটে, কত মিথ্যে হাসি জ্বলে।
কীসের সুখের জীবন, সবই তো মিথ্যা খেলা,
মন দিয়ে শোন, শোন হৃদয়ের প্রতিটা ধ্বনি।

আমি দেখেছি, কত স্বপ্নেরা উড়েছে, অন্ধ সময়ের ফাঁদে,
কত প্রতিশ্রুতি ভেঙেছে, কত আশা হয়েছে জ্বলে যাওয়া মশাল।
তবুও আমরা হাসি, এই ব্যর্থতার রাজ্যে আমরা হাসি,
যখন সবকিছু পুড়ে যায়, তবুও আমরা হাসি,
আমাদের হাসিটা বড্ড করুণ, বড্ড করুণ।

যখন এক কাপ চায়ে চিনি কম পড়ে,
আর আমরা বলি, “আহ, এই তো জীবন!”
তখনই বিদ্রোহের জন্ম হয়,
যখন আমরা হাসতে হাসতে বলি, “এসবই তো স্বাভাবিক!”
তখনই বিদ্রোহের জন্ম হয়,
যাদের গল্প কেউ বলে না, তারাই বিদ্রোহের জন্ম দেয়।

আমাদের প্রেম ছিল, ভালোবাসা ছিল,
কিন্তু সময়ের হাতে পড়ে সেই প্রেমও আজ মলিন,
ভালোবাসাও আজ শুধুই এক শূন্য দীর্ঘশ্বাস।
তবুও আমরা বলি, “এই তো জীবন, এই তো জীবন!”
আমাদের প্রেম আজ আর প্রেম নয়, শুধুই এক যন্ত্রণা।

আমাদের ভুল ছিল, ভুল ছিল স্বপ্ন দেখা,
আমাদের ভুল ছিল বিশ্বাস করা,
ভুল ছিল ভালোবেসে জীবনকে দেখা।
কিন্তু এখন আর ভুল নয়, এখন আর ভুল নয়।
আমরা এখন আর হাসি না, এখন আর কাঁদিও না,
এখন শুধু চেয়ে থাকি, তাকিয়ে থাকি,
আমাদের চোখে এখন আর স্বপ্ন নয়, আগুন জ্বলে,
এই আগুনেই একদিন সব ছাই হয়ে যাবে।

মন্তব্য করুন