Skip to content

বর্ষা -মো. ইবাদুল হক পাপ্পু

আল্লাহর কি সৃষ্টি
আষাঢ় মাসের বৃষ্টি।
আকাশ থেকে মাটিতে
কেউ রাখে বাটিতে,
শুয়ে থাকে আরামে
বৃষ্টি বাড়তেই থাকে।
হাটে যাওয়া বন্ধ
পানির কী গন্ধ!
বৃষ্টি থাকে দু-চার দিন
দিবা-নিশি প্রতিদিন;
হাঁটতে গেলে পিছলে যায়
হাঁটতে আরো বেশি চায়,
বজ্রপাত গায়ে পড়লে
কেউ আবার মারা যায়।

বৃষ্টিতে জেলেরা, যুবক ছেলেরা
জাল নিয়ে বের হয়;
মাছ তারা ধরবে -এটা তাদের প্রত্যয়।
বৃষ্টিতে মাছ ধরে কাটবে সারাদিন,
মাছ যদি বেশি হয়
গিন্নি বলে বাজারে নিন।
বৃষ্টিতে ভিজলে
উঠে কারো জ্বর,
ঔষধ কিনলে টাকা লাগবে
এটা থাকে মনের ডর।
বৃষ্টি যদি বেশি হয়
ছাতা নিয়ে বের হয়,
বজ্রপাত টেনে আনবে
এটা থাকে মনের ভয়।

মন্তব্য করুন