আষাঢ় শ্রাবণ মাসকে
বর্ষাকাল বলে,
চারিদিকের প্রকৃতি তখন
সবুজে ঝলমলে।
গাছপালা বেড়ে ওঠে
বর্ষার জলে,
কচি পাতায় ভরে গাছ
থাকে ফুলে ফলে।
থেকে থেকে রৌদ্র ওঠে
আবার বৃষ্টি পড়ে,
বর্ষার এই আনন্দে
গাছের পাতা নড়ে।
আষাঢ় শ্রাবণ মাসকে
বর্ষাকাল বলে,
চারিদিকের প্রকৃতি তখন
সবুজে ঝলমলে।
গাছপালা বেড়ে ওঠে
বর্ষার জলে,
কচি পাতায় ভরে গাছ
থাকে ফুলে ফলে।
থেকে থেকে রৌদ্র ওঠে
আবার বৃষ্টি পড়ে,
বর্ষার এই আনন্দে
গাছের পাতা নড়ে।
সত্যি বর্ষা কাল ভীষণ ভালো লাগে । খুবই চমৎকার লেখা ।