বউ ও ছেলে
মতিউর রহমান বিন রোমজান
পালিয়েছে ছেলের বউ, শ্বশুর শ্বাশুড়ি ছেড়ে।
বরকে নিয়ে থাকবে একা,পরের ছেলে নিয়েছে কেড়ে।
সংসারে অশান্তি ছেলের সাথে,অতি বউ ভক্ত ছেলে।
মায়ের উপর শাষন করে সে,বউকে দিচ্ছে ঢিলে।
ঘর বাড়ি সব টুকরো করে,গড়েছে নতুন সংসার।
শ্বশুরকে মেরে বউমা, ছেলের প্রতি ছাড়ে হুংকার।
আলাদা হয়ে বছর না বছর যেতে , কুকুরের মতো এসে ।
চেটে পুটে খাচ্ছে সবকিছু, বিড়ালের মতো বসে।
গরুর মতো হাম্মা হাম্মা করে ,করে নাটকের চেয়ে নাটকীয়।
ভাব দেখায় এমন করে,যেন শ্বশুর শ্বাশুড়ি তার কাছে প্রিয়।
হচ্ছে দেখো কি একে বারে,এটা দাও ওটা দাও সেটা দাও।
কোন মুখ নিয়ে বলে এসব বউ, রাস্তা দেখিয়ে তার তাড়াও।
লজ্জা কি আছে অলস বউ এর,ও লজ্জাহীনতা নারী।
চব্বিশের যেন রানী,ভাবে না কেন কোন মুখে আবার ফিরি ?