Skip to content

অন্যের সুখে সুখী হওয়া,
এটাই পরোপকারের ধরা।
যেখানে কেউ দুঃখী,
সেখানে হাত বাড়াও হৃদয় দীপে।

অলক্ষ্যে তবুও পথ মুছে,
যখনই দুজনার বিপদ রূচে।
নিজের স্বার্থ ভুলে রেখে,
দ্যাখো কীভাবে সুখ আসে সেখে।

যতদিনি তুমি বাঁচো এখানে,
কেউ না কারও দূরে থাকো হেটে।
দুর্বলকে শক্তি দাও হৃদয় দিয়ে,
প্রেমের বীজ রোপণ করো পায়ে পেয়ে।

পরোপকারের বাণী শুনে মনে,
মানুষ হতে সার্থক হতে হবে জানে।
দুঃখী মুখে হাসি ফুটিয়ে দেওয়া,
এই তো জীবনের সার্থকতা সারা।

অন্যের দুঃখ সইবে তুমি,
সুখে রাখবে সবার চিন্তায় খুঁজি।
পরোপকারের আদর্শে জীবন গড়া,
এটাই মানবতার সেরা চিহ্নরা।

মহানতা এই জীবন দিয়ে যাচ্ছো,
অন্যের ভালোতে নিজেকে খুঁজে পাচ্ছো।
পরোপকারই জীবনের সেরা গান,
এত সহজ এবং এত মহান।

তোমার এই মহৎ প্রেরণায়,
জীবন হয়ে উঠবে সোনায়।
পৃথিবীর সকল সুখের বাণী,
তোমার হৃদয়েই বাজবে মাধুরী

মন্তব্য করুন