যে আলো সূর্যের নয় একবার কালো করে দেখো,
ফিরবে না তার ঝলমলে রূপ।
কালো, আরও গভীর যেমন সমুদ্রের তল-
তখন থেকো হয়ে চুপ…
এক বর্ষাতি কেমন ছুরির ফলায় বদলাতে পারে
দেখো, দেখো চকমিলান দাওয়ায় একলা দাঁড়িয়ে।
বক্রতায় ভরা আঙিনায় একলা তখন-
উদাস প্রান্তরে একলা হারিয়ে…
জীবনে যদি রঙের আলোড়ন থমকে যায় এক নিমেষেই,
বেরঙিন জটিল কেমন বুঝবে তখন-
শাওনের অঝোর ধারায় ঝরেছিল যে,
হঠাৎ বজ্র ভীষণ জ্বলনের তীব্রতায় ধরা দেবে অচিরেই…
প্রতিকৃতির শব আগলে রেখো ঠান্ডা বুকের মাঝে
অশ্রু যেন না ঝরে এক বিন্দু-
শক্ত হয়ে থেকো, জানি পারবে,
পারবে ভুলে থাকতে, তোমার নির্লিপ্ত সাজে।