Skip to content

পরস্পর-আওয়াল হোসেন টুটুল

আমি য্যানো সুতোর সলতে যাই অবিরল জ্বলে, তুমি য্যানো মোমের বাতি পড়ছো গলে গলে। ভালোবাসার এ কোন্ রীতি হায় এ্যাক হৃদয়ে লাগলে আগুন দু’জন জ্বলে যায়।

নদীর মরণ হয় যদি তার শুকায় বুকের জল, জলের ধারা নদী ছাড়া ক্যামনে বাঁচে, বল? বান্ধা দু’জন এমনি প্রেমে এ্যাক থামিলে অপর থামে। দু’জন ছাড়া দু’জন বাঁচার নাই কোনো উপায়। এ্যাক হৃদয়ে লাগলে আগুন দু’জন জ্বলে যায়।

হৃদয়-যন্ত্র, দেহের খাঁচা, বাঁচায় রক্তধারা, রুধির কি আর বাঁচতে পারে দেহের প্রণয় ছাড়া? রক্ত বিনে দেহের মরণ প্রজাবিহীন রাজার মতোন। প্রাণবায়ু ছাড়া জীবন বাঁচে কি ধরায়? এ্যাক হৃদয়ে লাগলে আগুন দু’জন জ্বলে যায়।

হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৯-০৭-০৫ রবিবার, সন্ধ্যা ৬:১০

১৮ | অদৃশ্য শৃঙ্খল

মন্তব্য করুন