পান থেকে চুন খসেছে,
চুন থেকে পান।
নির্বাচন দাও, নির্বাচন নাও,
এটাই মোদের গান।
সংস্কার তো গদির খেলা,
গদির দখল আগে।
নির্বাচন দাও, নির্বাচন নাও,
ক্ষমতা চাই বাগে।
মব চলছে, পুলিশ ঘুমায়,
চলে না দেশের আইন।
নির্বাচন দাও, নির্বাচন নাও,
নইলে করবো মাইন।
শহীদ মরে কবরেতে,
গাজীরা হাসপাতালে।
নির্বাচন দাও, নির্বাচন নাও,
২৪ ভাসুক খালে।
খু*নি*র বিচার, ধূর ছাই,
যত কালক্ষেপণের ছুতা।
নির্বাচন দাও, নির্বাচন নাও,
ইঁদুর মারছে পেটে গুঁটা।
বহুদিন অনাহারে,
পেটে ক্ষুধা ভীষণ তাই।
একটা নির্বাচন দাও না,
চেটে চেটে খাই!