তোমাদের পথ দেখাতে দেখাতে আমি ক্লান্ত নিয়নের আলো,
অবশেষে মনে হলো,আমি ছাড়া তোমরা সবাই ঘুমন্ত,
হে নাগরিক সভ্যতার দাস।
আমার নিভে যাওয়াই ভালো!
তোমাদের পথ দেখাতে দেখাতে আমি ক্লান্ত নিয়নের আলো,
অবশেষে মনে হলো,আমি ছাড়া তোমরা সবাই ঘুমন্ত,
হে নাগরিক সভ্যতার দাস।
আমার নিভে যাওয়াই ভালো!